২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , মে ১৮, ২০২৩

কাতার বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো।

ফিফা সভাপতি বলেন, ‘আমরা সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’

প্রতিবারের মতো লোগোতে অঙ্কিত ট্রফি ব্যবহার করা হলেও এবারই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে মূল ট্রফি।

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাবে ফুটবল বিশ্ব আসরের চেহারা। ৩২ দলের পরিবর্তে এবার প্রতিনিধিত্ব করবে ৪৮টি দল।

সেই সঙ্গে বাড়বে ম্যাচের সংখ্যাও। যেখানে ম্যাচসংখ্যা হবে ৮০টি। বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে ভেন্যু হবে ১৬টি।

Loading