‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ মেডিকেল বোর্ডের’

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , মে ৫, ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে মনে করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ফলে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে, সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার মূল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। দেশে যে চিকিৎসা হচ্ছে তা শুধু উপসর্গ উপশম করার। তার হৃদপিণ্ডে এখনো দুটি ব্লক আছে। উচ্চ রক্তচাপ কমাতে ওষুধ দেওয়া হচ্ছে। এন্ডোসকপি করার পর মেডিকেল বোর্ড সুপারিশ করেছে লিভার ট্র্যান্সপ্লান্ট করা যায় এমন দেশে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে পাঠানো দরকার।

ম্যাডাম (খালেদা জিয়া) দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

Loading