কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মুজিবনগর সরকার দিবস পালন

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ , এপ্রিল ১৮, ২০২৩

মুজিবনগর সরকার দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ পুষ্পস্তবক অর্পণ ও গাছ লাগিয়ে দিবসটি পালন করেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে আলাদা আলাদা দুটি কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।

শাখা ছাত্রলীগের রেজ-স্বজন গ্রুপ সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে। এরপর শাখা ছাত্রলীগের আরেকটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করে দিনটি উদযাপন করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমটিতে পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রত্যেকটি কাজ ছাত্রলীগ করে যাবে। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনা অনুযায়ী এ দিবসটি আমরা পালন করেছি।’

এ ব্যাপারে বিলুপ্ত কমিটির শাখা ছাত্রলীগের নেতা তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, ‘মুজিবনগর দিবস বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম অংশ। দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গভীরভাবে স্বরণ করে। ইদের ছুটির কারণে ক্যাম্পাস অফ এর মধ্যেও কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে একটি সুষ্ঠু সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মানের লক্ষে আমরা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছ বৃক্ষরোপন করার মাধ্যমে দিবসটি পালন করেছি।’

উল্লেখ্য, মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

Loading