চিরিরবন্দরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২৩
বর্ণিল আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দরে আনন্দমুখর পরিবেশে বাংলা নতুন বছর ১৪৩০ কে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রাণের উৎসবে মেতেছেন চিরিরবন্দর বাসী। বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানাতে  শোভাযাত্রায় শামিল হন বিভিন্ন স্তরের মানুষ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদের গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বজনীন এই উৎসবে সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে রুখে দেয়ার দৃঢ় প্রত্যয়।
বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: খালিদ হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার শাহ্,সহ সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মো: বজলুর রশিদ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ফায়ার সার্ভিস, পুলিশ ও বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়।

Loading