কুবিতে মতিউর রহমানের বিচারের দাবিতে শিক্ষার্থী সমাবেশ

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , এপ্রিল ৪, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষার্থী সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে দুপুর ১২ টা ৩০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধন করে।

‘সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলুদ সাংবাদিকতার বিশ্বস্ত ঠিকানা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিশু হত্যার মূল হোতা, বাসন্তীকান্ডের পরম্পরায় জাকির কান্ডের মঞ্চায়নকারী চাইল্ড এক্সপ্লইটেশন এর দায়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী, প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে মিথ্যা ও গুজব চর্চায় লিপ্ত মতিউর রহমানের অনতিবিলম্বে গ্রেফতার ও যথাযথ প্রতিক্রিয়ায়
বিচার নিশ্চিতের দাবীতে এ শিক্ষার্থী সমাবেশ করা হয়।’

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদ প্রত্যাশী রেজা-ই-এলাহী বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকতার নামে কুচক্রী মহলের ইন্ধনে রাষ্ট্রবিরোধী কাজ করা কখনো কাম্য না। দেশদ্রোহীতা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা সাংবাদিকতা নিপাত যাক।’

Loading