নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ , মার্চ ২৫, ২০২৩

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শণিবার সকাল ১০টায় তিনি নেত্রকোণা সদর পৌর সুপার মার্কেটের কাঁচা বাজারের আরত ও মাছ বাজার এলাকা মনিটরিং করেন। এ সময় তিনি প্রতিটি দোকানে দোকানে যান ও দ্রব্যমূল্যের তালিকা যাচাই করেন। যেসকল দোকানী তালিকা প্রদর্শন করেননি তাদের মূল্যতালিকা প্রদর্শনের জন্য পরামর্শ প্রদান করেন।

মনিটরিং শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে কথা বলেন, এ সময় তিনি বলেন শুধূ রমজান মাস নয় বাজার নিয়ন্ত্রনে রাখতে সবসময়ই জেলা প্রশাসন অভিযান পরিচালন করে থাকে। কিন্তু রমজান মাসে গ্রাহকরা যেন সুনির্দিষ্ট মূল্যে দ্রব্য ক্রয় করতে পারেন সেজন্য প্রতিদিনই বাজার মনিটরিং ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।

এসময় পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading