ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২৩ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ শে মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মা/অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রাপ্তদের সম্মাননা তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এবং শিক্ষার্থীদের উপস্থিত বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে স্কুল কর্তৃপক্ষ এ আয়োজন করেন। ফুলপুর কুতুবডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ-উজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মতিউর রহমান নিউটন, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী, কুতুবডাঙ্গা ফাজিল উপধ্যাক্ষ মোঃ মোকছেদ আলী, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, অভিভাবক সদস্য কনক চন্দ্র রায়, বিদ্যুৎসাহী সদস্য শ্রী মতি লতা রানী প্রমুখ। শেয়ার সারা দেশ বিষয়: