নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কৃষকদের প্রতি নসরুল হামিদের পরামর্শ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , জানুয়ারি ২৭, ২০২৩

সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে বেধে দেয়া সময়ের মধ্যে কাজ চালানোর পরামর্শ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বিদ্যুতের দাম এখন থেকে প্রতি মাসেই সমন্বয় করা হবে।শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববাজারের সঙ্গে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেয়ার টার্গেট আছে।

আগামী দুই মাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম পুনর্মূল্যায়নের কোনো লিখিত দাবি এখনও কেউ করেননি।এদিকে প্রতি বছর সেচ মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসে আর তা চলে ৩১ মে পর্যন্ত। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ে। গত সেচ মৌসুমে এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

চলতি বছর সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। চলতি সেচ মৌসুমে মোট সেচ সংযোগের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৪৫৬, যার জন্য লাগবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

Loading