পটিয়ায় শুভসংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরুস্কার ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২০, ২০২২

চট্রগ্রামের পটিয়ায় কালের কন্ঠ শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগে মহান বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ব ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা শুভসংঘের উপদেষ্টা পটিয়া আদালতের আইন কর্মকর্তা মোঃ বদিউল আলমের সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব এস এম জুয়েলের সঞ্চালনায়
এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।স্বাগত বক্তব্য রাখেন কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা বক্তব্য রাখেন পটিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান অরুণ কুমার মিত্র বীর মুক্তিযোদ্বা গোলাম কিবরিয়া, প্রাবন্ধিক আহমদ কবীর নুরুল ইসলাম পৌর কাউন্সিলর গোফরান রানা, সরওয়ার কামাল রাজিব ইয়াছমিন আকতার মনছুর আহমদ মন্জুর, শুভসংঘের বন্ধু সাবরিনা, নাজিফা, নওরিন, শান্তা, মুনিফা, শাহারিয়া, আরাফাত, মাসুদ, তানজিনা,তানজিবা, জান্নাতুল মাওয়া, ফারজানা, সোহা, আনিকা, মেহেরুন,প্রমূখ।এতে পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্বের চেতনা লালন করতে হবে। তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের চলমান উন্নয়ন অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।এতে তিনি বিকৃত ইতিহাস মুক্ত বাংলাদেশ গড়তে শিশু কিশোরদের কে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য সব মহলের প্রতি উদাত্ত আহবান জানান।পরে শুভসংঘের বন্ধুরা পটিয়ার পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।

Loading