সোনাইমুড়িতে প্রবাসীর কাছে চাঁদার দাবীতে হামলা,ভাংচুর:প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

আদনান সুবুজ আদনান সুবুজ

সিনিয়র ষ্টাফ রিপোর্টর

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ , নভেম্বর ১৪, ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মোটুবি গ্রামে কুয়েত প্রবাসী পরিবার সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে হামলা,ভাংচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আতংকিত পরিবার।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, কুয়েত প্রবাসী জাকির হোসেন নতুন করে দালানঘর নির্মান করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নিজাম উদ্দিন দুই লাখ টাকা চাঁদা না পেয়ে বসতঘর ভাংচুর করে জাকিরকে মারধর করে। গেল কয়েকদিনে কয়েক দফা হামলা ও ভাংচুরের ফলে বর্তমানে বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বাড়িতে চরম আতংকে দির কাটাচ্ছে প্রবাসীর পরিবার।

এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মামলা না নেয়ায় প্রবাসী জাকির হোসেনের মা ঝর্ণা বেগম বাদি হয়ে নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে কোর্টে মামলা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারটি দ্রত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Loading