নেত্রকোণায় বিএফএফ-সমকাল ১০ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২২

নেত্রকোণায় বিএফএফ- সমকাল ১০ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এবারের বিতর্কের বিষয় ছিল “তথ্য প্রযুক্তির অবাদ ব্যবহার সামাজিক অস্থিরতার কারণ।

আজ শনিবার সকালে জেলা শহরের মোক্তারপাড়ায় দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মননশীলতা বিকাশে বিতর্কের কোন বিকল্প নেই। বিতর্ক মানুষের মেধা বিকাশ করে। ভাল মানুষ হতে হলে আমাদেরকে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে। জীবনের সাথে সংগ্রাম করেই উন্নতি করতে হবে। তাই শিক্ষার্থীদের জীবনে বিতর্কের প্রয়োজন আছে। বেশী বেশী করে বিতর্কের আয়োজন করতে হবে।তিনি সমকাল সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানান।

সমকাল সুহৃদ সমাবেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। সমকাল সুহৃদ সমাবেশ নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব সুস্থির সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন- দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর সাজু, ডিবেইড অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবির সরকার, সরকারি মহিলা কলেজের অধ্যাপক নিলুফার ইয়াসমিন, অধ্যাপক হারাধন সরকার, মো. শাহজাহান কবীর, শিক্ষক আবু আসলাম প্রমুখ।

দিনব্যাপী প্রতিযোগিতায় জেলা ৭টি উচ্চ বিদ্যালয় যথা নেত্রকোণা অঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, রাজুর বাজার কলেজিয়েট স্কুল, চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়, ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতার মূল পর্বে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্য়িন ও নেত্রকোণা অঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়্ রানার্স আপ হয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হাজী মিথিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তোলে দেয়া হয়।

 

 

 

 

 

Loading