বান্দরবানে সিভিল সার্জনসহ ২১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ , জুলাই ৮, ২০২০

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে সিভিল সার্জন ও বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৮০ টি নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এতে সিভিল সার্জন ও বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ নতুন করে আরও ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা সদরে ১৪ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ জন, লামা উপজেলায় ৩ জন, ও রোয়াংছড়ি উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছে ২ জন।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ক্য থোয়াই প্রু (প্রিন্স) বলেন, জেলায় নতুন করে আরও ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে কয়েকদিন আগে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছিল। তিনি আরো বলেন, সিভিল সার্জন সর্দি, কাশি ও হালকা জ্বর নিয়ে কয়েকদিন ধরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Loading