নিউইয়র্কের ব্রুকলিন

ম্যাকডোনাল্ড এভিনিউ এখন “লিটল বাংলাদেশ”

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , অক্টোবর ১৭, ২০২২

অবশেষে স্বপ্ন হলো সত্যি। নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউয়ে যুক্ত হলো বাংলাদেশের নাম। বাঙালি অধ্যুষিত এই এলাকার রাস্তাটির নতুন নামকরণ হয়েছে “লিটল বাংলাদেশ”। নিউইয়র্ক সিটির কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার, এ্যাসেম্বলি মেম্বর ববি ক্যারোল, নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপ এলাকার কাউন্সিল ওম্যান সেপা উদ্দীন আর কয়েকশ’ বাংলাদেশিকে সাথে নিয়ে রবিবার দুপুরে ঐতিহাসিক এই নামফলকটি উন্মাচন করেন নিউইর্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী কাউন্সিল ওম্যান শাহানা হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিল ওম্যান শাহানা হানিফ বলেন, আমার বাবার লিটল বাংলাদেশ রেস্টুরেন্ট দেখে ছোট বেলা থেকে অনুপ্রাণিত হয়েছিলাম এবং ভেবেছিলাম যদি কখনো সুযোগ পাই এই চার্জ ম্যাগডোনাল্ড রোডের নাম লিটল বাংলাদেশ হিসেবে নামকরণ করব। কেংসিনটন এলাকার মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়ে কাউন্সিলার নির্বাচিত করেছেন বলেই আমি আমার এবং নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।

তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা একটা ইতিহাস তৈরি করে রেখে যেতে পেরেছি তাই বাংলাদেশিদের জন্য আজকের দিনটি খুব আনন্দের এবং গর্বের।

Loading