শিডিউল বিপর্যয়

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৮, ২০২২

গাজীপুরের টঙ্গীতে মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আপলাইন বন্ধ থাকায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছে রেল কর্তৃপক্ষ। তবে বিলম্বে ট্রেন চলাচল করায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবার ভোরে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা।

তবে সকাল ১১টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, ভোরে সাড়ে চারটার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান তিনি।

Loading