নির্বাচন কমিশন এজেন্ডা বাস্তবায়ন করছে

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২২

নির্বাচন কমিশন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে মাতামাতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, নির্বাচন কমিশন যেন সাজানো নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইভিএমের বিরোধিতা করলেও ইসি ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অথচ, দেশের অধিকাংশ মানুষই মনে করে, ইভিএম হচ্ছে কারচুপির মেশিন।

তিনি বলেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে মাতামাতি করছে। অপরদিকে, দেশের মানুষ কথা বলতে পারছে না। আন্দোলনে নামলেই পুলিশ ও প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে। এমন বাস্তবতায় নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। পুলিশ ও প্রশাসন সরকারের হাতে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো সংকট নেই। ভাঙনের মুখেও পড়বে না দল। আওয়ামী লীগ ও বিএনপি প্রতিপক্ষ হিসেবে জাতীয় পার্টিকে বারবার ক্ষতি করতে চেয়েছে।

Loading