শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারে নি ভর্তিযোদ্ধা লতিফকে

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , আগস্ট ২১, ২০২২

জন্ম থেকে কিছু প্রতিবন্ধকতার সাথে বেড়ে উঠেছে লতিফ কিন্তু এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার অদম্য ইচ্ছে শক্তির সাথে চালিয়ে যাচ্ছে পড়াশোনা, রাখছে মেধার ছাপ। স্বপ্ন তার দেশের জন্য কাজ করার।

চট্টগ্রামের পাঠানটুলি উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ সাজিদ। গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গত ২০ আগস্ট (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করেন তিনি।

পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষায় দায়িত্বরত বিএনসিসি সদস্যদের সহায়তায় পরীক্ষাকেন্দ্র থেকে গেইট পর্যন্ত আসে লতিফ। সেখানেই কথা হয় লতিফ ও তার মা মোছাৎঃ রেশমা সাজিদ ও বাবা মোঃ সাজিদ হোসেনের সঙ্গে।
তার বাবা সাজিদ জানান, ‘জন্ম থেকেই একাধিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছে সে। তবে তার রাতজেগে পড়া আর চেষ্টার জন্য সে পরীক্ষায় অন্যদের তুলনায় এগিয়ে গিয়েছে বারবার।’

তার মা রেশমা বলেন, ‘সারারাত পড়াশোনা করে ফজর নামায পরে তারপর ঘুমাতো সে। তার মেধাশক্তি আর নিজের চেষ্টাই সে আজ এতটুকু এসেছে।’

ইতোমধ্যে তার সুযোগ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গুচ্ছ পদ্ধতির পরীক্ষাতেও ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী সে।

Loading