আগামীকাল থেকে হজের ফিরতি ফ্লাইট

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ , জুলাই ১৩, ২০২২

পবিত্র হজ কার্যক্রম হওয়ায় হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে।

এখন পর্যন্ত ওই ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা নির্ধারণ হয়নি।বিষয়টি নিয়ে বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এ বছর বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। পরবর্তীতে জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

Loading