চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ১৩ শতাংশ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , জুন ৩০, ২০২২

গত ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

জানা যায়, চলতি মাসের প্রথম থেকেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে এই হার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩ শতাংশ বেড়েছে এ সংক্রমণ। বৃহস্পতিবার (৩০ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্ত ৫০ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬০৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Loading