পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , জুন ৯, ২০২২

একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) বিশ^ পরিবেশ দিবস উদযাপন করেছে। গত রবিবার (৫জুন) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজা করণ কার্যক্রমের অংশ হিসেবে সারদেশের ন্যায় এ দিবসটি উদযাপন করা হয়। করতোয়া ও চকমুসা পরিবেশের ফোরামের সমন্বয়ে চকমুসা পরিবেশ ফোরামের সভাপতি বিমল কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ কর্মকর্তা আবু সাইদ সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন, জিবিকে এর মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এসইপি প্রকল্পের ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা ধনঞ্জয় শর্মা, লাইভ স্টক কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম ও আরিফ ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিশ^ জুড়ে প্রতিনিয়ত যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ভূ-গর্ভস্থ জল ও জ¦ালানী তলানিতে এসে ঠেকেছে তাতে অদুর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট উপস্তিত হবে তা কোন সন্দেহ নেই। শেষে দিনব্যাপী পরিবেশ দূষণ ও প্রতিকার বিষয়ক রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপন কর্মসুচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

Loading