ধামরাইয়ে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , মে ৩১, ২০২২

 

 

ঢাকার ধামরাইয়ে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ও হলরুম নির্মানসহ প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ৫ টি উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
অাজ মঙ্গলবার প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে ৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ধামরাই উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর পর ৩৮ লাখ ২৩ হাজার টাকা ব্যায়ে সোমভাগ ইউনিয়নের আমতলা হতে আশ্রয়ণ প্রকল্প সড়ক উন্নয়ন, ৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে দেপাশাই গ্রামে বংশী নদীর উপর গার্ডার ব্রীজ নির্মাণ, ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ধানতারা জিসি হতে পাকুটিয়া জিসি সড়কে সড়কসহ গার্ডার ব্রীজ নির্মাণ। এছাড়াও ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের উদ্ভোদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা প্রকৌশলী আজিজুল হক,আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম খান সেলিম, এনামূল হক আইয়ুব, যুবলীগ নেতা, হাফিজুর রহমান ও রোকন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন- ধামরাইয়ে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

Loading