ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , মে ১৯, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পরিবহন ও সংঘবদ্ধ তেল চোর চক্রের মূলহোতাসহ ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ২টি পিকআপভ্যান উদ্ধার ও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে পিবিআই। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- কালাম ভান্ডারী (৩৫), মোঃ রায়হান, (৩০), হাসান আহম্মেদ(৩২), মোঃ ফারুক (২৭), মোঃ সুমন (৩০), মনির হোসেন (২৭)। বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও ঢাকার ডেমরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পিবিআই।

Loading