গরম আরও বাড়বে

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , মে ১৮, ২০২২

বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হওয়ায় গরম কিছুটা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টিপাতে দেশজুড়ে গরম কমেছিল। এর পর টানা গরম। দেশের সর্বত্র এ অবস্থা হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, সারা দেশেই গরম কিছুটা বাড়বে। আজ বৃষ্টির পরিমাণও কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে। বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার ওপর।

দেশের উত্তরপ্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই কেবল রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারে। তবে সেই আশা কম বলেই জানিয়েছেন বজলুর রশীদ।

তিনি বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে গরম বেশি অনুভূত হয়। এটি গড়ে প্রায় ৭০ শতাংশ এখন। রাজধানীতে বুধবা সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০-৭০ শতাংশ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Loading