ইদে সজীব শানের ‘অবুঝ পেয়ে দিয়ে গেলি ব্যথা’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ , মে ২, ২০২২ গীতিকার সাইফুল বারীর গীতিকথায় গায়ক সজীব শানের ঈদের গান ‘অবুঝ পেয়ে দিয়ে গেলি ব্যথা’। গানটির সংগীত আয়োজন করেছেন অনিম খান। পপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল থেকে চাঁদরাতে এটি ভিডিও আকারে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে গায়ক সজীব শান বলেন, সাইফুল বারী ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। ‘অবুঝ পেয়ে দিয়ে গেলি ব্যথা’ গানটি আমারও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ভক্ত শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। গীতিকার সাইফুল বারী বলেন, মনের খারাপের গান এটি। যারা মনের মানুষ হারিয়েছেন তাদের জন্যই গানটি লিখেছি। হৃদয়ে নাড়া দেয়ার মতো একটি গান। মনে প্রাণে বিশ্বাস করি গানটি সবার অন্যরকম ভালো লাগবে। শেয়ার বিনোদন বিষয়: