ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , এপ্রিল ১০, ২০২২

 

ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তর উদ্যোগে আজ রোববার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, এসি ল্যান্ড কর্মকর্তা ফারজানা আক্তার,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান, উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান ও সমবায় কর্মকর্তা পারভীন আশরাফী। কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। এবােও ধামরাই প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রতি জনকে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।।

 

Loading