ছাত্রলীগ নেতা ওয়াকিলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , এপ্রিল ১, ২০২২

‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।

এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম আকন্দ। এ কমিটিতে আরো আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

তদন্ত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘আমরা এখনো তদন্ত শুরু করিনি, আগামী সপ্তাহে বসবো, এং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় ‘ তুমি’ বলে সম্বোধন করার জেরে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রত্নতত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন।

Loading