গুচ্ছ পদ্ধতিকে কুবি শিক্ষক ও শিক্ষার্থীদের ‘না’

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ , এপ্রিল ১, ২০২২

গুচ্ছ পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্তর্ভুক্তি-কে শিক্ষক ও শিক্ষার্থীদের ‘না’। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবী গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরিক্ষা নেওয়ার। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া হয়ে পড়েছে সময় সাপেক্ষ ও বিরক্তিকর। মেধা তালিকার পর মেধা তালিকা প্রকাশের পরেও সমাপ্তি ঘটছে না কুবি’র ভর্তি কার্যক্রম।এতে শঙ্কায় পড়েছে বিভাগগুলোর একাডেমিক কালেন্ডার বাস্তবায়ন।

এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘ আমরা শিক্ষকরা আর এই পদ্ধতিতে (গুচ্ছ) যেতে চাই না। এই বিষয়ে প্রশাসন-কে জানাব, যেনো শিক্ষকদের মতামত-কে অগ্রাহ্য করা না হয়।’

নৃবিজ্ঞান বিভাগের ১২ তম আবর্তনের মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, ‘গুচ্ছের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়াও গুচ্ছের ফলে দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী নিজস্ব গন্ডির মধ্যে থেকে যায়।যা সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিবর্তে আঞ্চলিকতায় পরিনত হচ্ছে। তাই আমরা শিক্ষার্থীরা চাই না কুবি আবারও গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত হোক।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন,‘ গুচ্ছ প্রক্রিয়া গভর্মেন্টের সুনির্দিষ্ট পরিকল্পনার ফসল। যা কেন্দ্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দেখা যাচ্ছে গুচ্ছের ফলে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়ছে, যা হতাশার। এ বিষয়গুলো নিয়ে শিক্ষকমণ্ডলীদের কথা উপাচার্য স্যার শুনেছেন এবং সময় চেয়েছেন। তিনি পরবর্তী মিটিংয়ে বিষয়টি তুলে ধরবেন।’

এ প্রসঙ্গে উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।

Loading