বাংলাদেশের উপর কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিল ফ্রান্স

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , মার্চ ৪, ২০২২
National vector fabric wave flags of France and Bangladesh isolated on white background. 1 to 2 proportion.

বাংলাদেশের উপর থেকে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করেছে। এর ফলে ফাইজার, মর্ডানা, আ্যাসট্রোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন টিকাগ্রহণকারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনও ধরনের টেস্টের প্রয়োজন হবে না।

সবুজ তালিকাভুক্ত দেশ হওয়ার কারণে অন্যান্য যেসব ব্যবস্থা যেমন কোভিড পরীক্ষা বা আইসোলেশনেও থাকতে হবে না ভ্রমণকারীদের। এছাড়া যারা টিকা নেয়নি তাদের আরটি পিসিআর পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল নিয়ে ভ্রমণ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

কোভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্যারিসে বাংলাদেশ দূতাবাস ফ্রেঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করে বুঝিয়েছে যে দেশের কোভিড পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়েছে।

Loading