সিমোশএমসিতে ইন্টার্ন ডক্টরস রিসেপশন সম্পন্ন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , জানুয়ারি ২৪, ২০২২

আইডিএ-১১( ডা. তাশদীদ- ডা. সিয়াম পরিষদ), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ(সিমোশএমসি) আয়োজিত “ইন্টার্ন ডক্টরস রিসেপশন প্রোগ্রাম-২০২২” গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় নগরীর হোটেল এম্ব্রোশিয়াতে অনুষ্ঠিত হয়। ডা. তাশদীদ এর সভাপতিত্বে ও ডা. সাঈদ বিন হোসেন এবং ডা. আফসানা আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর প্রাক্তন আইডিএ’র প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ডা. ইকবাল মাহমুদ শাহ। ইন্টার্নদের পক্ষে বক্তব্য রাখেন ডা. মাঈনুদ্দীন হাসান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ইমরান শাহরিয়ার সিয়াম। প্রধান অতিথির বক্তব্যে বিএমএ,চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান বলেন, ডাক্তার সমাজ মানুষের প্রকৃত বন্ধু। মহামারী কোভিড এ ডাক্তার সমাজ সবার পাশে এসে দাঁড়িয়েছেন। ইন্টার্ন ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ইন্টার্ন লাইফ হলো নিজেকে গড়ার সময়। এসময়কে পরিপূর্ণ কাজে লাগিয়ে নিজেকে যোগ্য করে তুলে মানবতার সেবায় নিয়োজিত হতে হবে। তিনি কোভিড এ শহীদ হওয়া ডাক্তারদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী ডাক্তার সমাজের ওপর যেকোনো বিপদে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য যে,উক্ত অনুষ্ঠানটি কোভিড সংক্রমন রোধে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

Loading