সাভার স্মৃতিসৌধে সবুজ আন্দোলনের পুষ্পার্ঘ্য অর্পণ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২১

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সবুজ আন্দোলন ঢাকা জেলার উদ্যোগে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা, স্বাস্থ্য সম্পাদক ডা: মাহাতাব হোসাইন মাজেদ, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, দৈনিক আমার বার্তা নির্বাহী সম্পাদক রেফাত উল্লাহ সিদ্দিকী, আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ধামরাই থানা সভাপতি সাংবাদিক শাহীন আলম, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, সাভার থানা কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন মাহফুজ উল হক, মহসিন খান হাসান বুলবুল, সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাপ্পি সরদার তার অনুভূতিতে বলেন, দূষণমুক্ত বাংলাদেশ বিজয় দিবসের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নিয়ে সবুজ আন্দোলনের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন করেছি। পরিবেশ বিপর্যয়ের ফলে পৃথিবীর সহ বাংলাদেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য সরকারের পক্ষে জোরালো ভাবে আমরা কাজ করে যাচ্ছি।

Loading