মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , নভেম্বর ২৭, ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ।

শনিবার এক বিবৃতিতে বাছাই পার্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা করোনার নতুন একটি ভার্সন ধরা পরায় বাছাই পর্বের খেলা বাতিল হয়।

টুর্নামেন্টের টার্ম কন্ডিশন অনুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।

আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেব সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।

এছাড়া মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

Loading