প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ , নভেম্বর ২৬, ২০২১

ভালো
সামছুদ্দোহা ফরিদ
কম কথা বলা ভালো
সব কিছুতে না জড়ানো ভালো।
খাবার কম খাওয়া ভালো
কম পরিশ্রমে শরীর ভালো।
পরিমিত সব ভালো
বেশি হলে সব কালো।
বেশি বেশি নয় ভালো
কম হলে মন কালো।
সত্য কথায় মুখ কালো
আলোর কাছে সবই ভালো।
ভালো জিনিস দেখা ভালো
জ্বলবে ভাই জ্ঞানের আলো ।
অমূল্য সময় নষ্ট না করা ভালো।
বাজে কাজে না জড়ানো ভালো।
ভালো কাজ করা ভালো
জ্বলবে তোমার মনের আলো।
বেশি খাতির নয় ভালো
যা লাগে তাই ভালো ।
রাতের জন্য আধার ভালো
দিনে তাই সূর্যের আলো ।
বাস্তব কথায় তিক্ত ভালো
পরিণতির আগে বুঝা ভালো ।
বিবাদের আগে সরা ভালো
কুতর্ক না যাওয়া ভালো ।
নিরব থাকা আরো ভালো
হেরে গিয়ে জিতানো ভালো।
ধৈর্যের মাঝে সব ভালো
ভেবে চিনতে সব ভালো।
মাঝে মাঝে হারা ভালো
হাবার মাঝে শিখা ভালো।
অন্যের কথা কানে না নেয়া ভালো
অন্যের বুলিতে না বুলা ভালো।

Loading