স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , নভেম্বর ২৪, ২০২১

অবগুন্ঠন শিরক
সামছুদ্দোহা ফরিদ
সবচেয়ে বড় হতভাগ্য, বড় পাপিষ্ঠ
শিরকের পথে হেঁটে হেঁটে যারা হয়েছে পথ ভ্রষ্ট।
দৃশ্যমান শিরকের কথা সবার জানা
অদৃশ্যমান শিরক অগোচর শয়তানি হানা।
স্রষ্টার সৃষ্ট দিয়ে কর নিথরের তুষ্টি
ভাবনা না তুমি, কার অপরূপ সৃষ্টি।
তোমার ভুলের সাজা পাবে তুমি নিশ্চয়
দিন গুলো ফিরিয়ে হবে না তুমি অক্ষয়।
তোমার দেহের প্রতিটি কোষ শিরা উপশিরা
ক্রমান্বয়ে তেজহীন তুমি দিশেহারা।
মানুষের রূপ স্রষ্টার কোথায় তুমি পেলে?
তোমরা কি একেবারে অবুঝ শিশু ছেলে?
বস্তুর মাঝে খুঁজ তুমি স্রষ্টার ক্ষমতার প্রাণ
রাখলে না তোমরা মানব জাতির মান।
মনের ভেতরে নিয়ে অদৃশ্য মূর্তি
মালিক কে অবজ্ঞা করে করেছ ফূর্তি।
কথায়,চিন্তায়, কাজে শিরকে আছ ঘেরা
মনের ভেতর অদৃশ্য শিরক আছে চলাফেরা।
নেক শিরকে ধোকা দিয়ে ইবলিশ শয়তান হাসে
মজাব তোমায় সঙ্গী করে জাহান্নাম পরবাসে।
আল্লাহর দ্রোহীতে তোমারা কত ক্ষমতাবান?
মন গড়া মতবাদে ভেঙেছ সৃষ্টির বিধান।

Loading