নেত্রকোণায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , নভেম্বর ১৪, ২০২১

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে নেত্রকোণা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩১ জন গণমাধ্যমকর্মীদের নিয়ে (প্লাটফরমস ফর ডায়ালগ) প্রকল্পের আওতায় “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।

১২ও ১৩ নভেম্বর জুম মিটিং এর মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জুম মিটিং এপস এ সংযুক্ত হয়ে কমশালার শুভ উদ্বোধন করেন শাহিন ইসলাম, এনডিসি, অতিরিক্ত সচিব ও মহা-পরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অতিরিক্ত সচিব, ড. মোঃ গোলাম ফারুক, মন্ত্রী পরিষদ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে সংযু্ক্ত ছিলেন,  নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এবং সারা লুইস, ডাইরেক্টর অফ প্রোগ্রামস, ব্রিটিশ কাউন্সিল। ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুনজুরুল আলম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন)। সার্বিক ব্যবস্থপনায় মো. সোহেল রানা, উপ-পরিচালক (প্রশাসন), সমন্বয়কারী হিসেবে ছিলেন নাফিস আহমেদ, সহকারী পরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। নেত্রকোণা উপ-পরিচালক জেলা তথ্য অফিস আল ফয়সাল ও নেত্রকোণা জেলা প্রেসক্লাব সেক্রেটারী এম. মুখলেছুর রহমান খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক ডিডিয়ার সাংবাদিক ৩০ জন গন মাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

Loading