স্বরচিতঃকবিতা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২১

মনের পঙ্গুত্ব
সামছুদ্দোহা ফরিদ

মানুষের মন সীমাহীন বদলনো রঙ
সঙ সাজতে জানে ওরা অঢেল ঢঙ।
রহস্যে ও বৈচিত্রে মন সারাক্ষণ
মানুষের মন ভাই এমনি ধরণ।
অতলে হারায় সব গুণীজনের মেধা
মানুষ মানুষের কাছে পড়ে যায় ধাঁ ধাঁ।
বিভিন্ন apps আছে মাথায় করা সেট
সুযোগ পেলেই গাঁজাখুরি শুরু করে চেট।
আলস মাথায় শয়তান নাচে
বাহুল্য দোষে বিপদে পিছে।
পর চর্চায় মানুষের মান কর যদি খুন
অন্যের কাছে বেহুদা তুমি হবে অনুক্ষণ।
নির্লজ্জ বেহায়াকে বলে চশমখোর
দেশের সেরা আত্মঘাতি সুদখোর।
কুচিন্তায় ডাউনলোড যার আছে মাথা
ওদের কি আছে ক্ষমতা অন্যের বুঝার ব্যথা?
অকাজে যাদের মাথা করেছে বোঝা
ওরা আসলেই ঝং ধরা, ওরা নয় সোজা৷
মনের বক্র পথে চলে মাথা করেছে হ্যাং
যুগের ইবলিস ওরা, খায় ওরা ল্যাং।
মন্দ apps লোড মাথা করেছে যারা ভারি
ওদের দুরত্বে থাক,বন্ধুত্ব রেখে আড়ি।
অন্যের ভালোতে যাদের চোখ টানে
অন্ধ হয়ে ওদের চোখ যেন না হানে।
দেহের পঙ্গুত্ব দৃশ্যমান
মনের পঙ্গুত্বের নাই প্রমাণ।
বিবেকের আয়নায় ধর তোলে
তোমার খেদ সহজেই যাবে চলে।

Loading