মানবিক দুই যুবকের সহায়তায় কর্মসংস্হানের জন্য নগদ অর্থ পেল অসহায় এক বৃদ্ধ।

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২১

স্টাফ রিপোর্টোরঃ নেত্রকোণা সদর উপজেলা দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দূগিয়া গ্রামের এক অসহায় বৃদ্ধ মোঃ জবর আলী। একটি ঘরের অভাবে অসহায় মোঃ   জবর আলী মানবেতর জীবনযাপন করছিল।  দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দুই মানবিক যুবক মোঃ মাসুদূল করিম মাসুদ ও শেখ সারোয়ার জনি উদ্যেগ নিয়েছিল অসহায় মোঃ জবর আলী কে একটি ঘরের ব্যবস্হা করে দেওয়ার জন্য। এই দুই মানবিক যুবক মোঃ মাসুদূল করিম মাসুদ ও শেখ সারোয়ার জনি মোঃ জবর আলী কে নতুন ঘরের ব্যবস্হা করে দেওয়ার জন্য ফেইসবুকে একটি মানবিক আবেদন জানিয়েছিল। আবেদনে সাড়া দিয়ে অনেকে অসহায় জবর আলীর জন্য অনুদান পাঠিয়েছেন। অসহায় জবর আলীর ঘরের জন্য অনুদান আসে মোট ৬০,১২২ টাকা (ষাট হাজার একশো বাইশ টাকা)। নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা খাতুন অসহায় মোঃ জবর আলীর জন্য সরকারিভাবে একটি ঘরের ব্যাবস্হা করে দেন।মানবিক এই দুই যুবক অনুদানকৃত মোট অর্থ অসহায় মোঃ জবর আলীর ভবিষ্যত কর্মসংস্হানের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আজ ২৫ শে অক্টোবর বিকাল ৪টায় মানবিক দুই যুবক মাসুদূল করিম মাসুদ ও শেখ সারোয়ার জনি অনুদানকৃত মোট ৬০,১২২ টাকা(ষাট হাজার একশো বাইশ টাকা)  অসহায় মোঃ জবর আলীকে প্রদান করে তার ভবিষ্যত কর্মসংস্হানের জন্য । এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলার  নির্বাহী অফিসার মাহমুদা খাতুন ,নেত্রকোণা মডেল থানার (ওসি) খন্দকার শাকের আহমেদ, নেত্রকোণা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ খবিরুল আহসান।

Loading