নেত্রকোণার যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা ঃ প্রসংগ যান জট।

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , অক্টোবর ১১, ২০২১

পরিবেষ্টিত মগড়া নদীর জেলা সদর নেত্রকোণা আজ অপরিচ্ছন্ন, যান জট, মগড়ার বেহাল অবস্থা ও অউন্নয়নের কবলে, না আছে নদীর সংস্কার, না আছে শহরের পরিচ্ছন্নতা। যান জটের তীব্রতায় নগর বাসী অতিষ্ঠ। দিন দিন বাড়ন্ত অটোরিকশা সংকীর্ণ রাস্তার তুলনায় তিন গুণ তার মাঝে আবার বেআইনী ভাবে দিন দুপুরে ট্রাকের প্রবেশের দৌরাত্ব অসহনীয় করে তুলেছে নগরবাসীকে। এছাড়াও সরু রাস্তার দুই পাশে দোকানীদের বেদখল কার্যক্রম, বাইক পার্কিং ও ভেন সজ্জিত পশরায় ব্যবসায়ীদের চোখে পড়ার মত। পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে আর মানুষের স্বভাবে শহরটি অপরিচ্ছন্নতা লক্ষ্য করার মত। খেলার মাঠ কিংবা পার্ক কোনটাই জনসাধারণের নন্দিত হতে পারেনি। আজ সর্বত্রই শিশু কিশোরদের খেলা ধূলার মাঠ সংকীর্ণ হয়ে এসেছে। জেলার বিভিন্ন স্থানে পিকনিক স্পট অথবা পর্যটন কেন্দ্র গড়ে উঠার সুযোগ থাকলেও তা উন্নয়নের নজর ধারীর বাহিরে। একটি জেলার সার্বিক উন্নয়নের প্রেক্ষাপট তখনই তৈরী হয় যখন যোগাযোগের মাধ্যম টা সহজতর হয়। এ ক্ষেত্রে নেত্রকোণার অবস্থা খুবই নাজুক। নেত্রকোণা থেকে কেন্দুয়া রাস্তার বেহাল দশা আবার নেত্রকোণা থেকে পূর্বধলা রাস্তার কথা বলাই বাহুল্য। তা ছাড়া সুনামগঞ্জ ও সিলেটের সাথে নেত্রকোণার যোগাযোগ ব্যবস্থা আজ পর্যন্ত সুগম হয়ে উঠেনি। একবিংশের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নেত্রকোণার চিত্রটি মিলানো বড়ই কঠিন হয়ে যায়। আকাশ প্রযুক্তি যেখানে আকাশ ছুঁয়েছে এবং তথ্য প্রযুক্তিতে যে আমলের আলোড়িত সেখানে আমরা,নেত্রবাসী বড়ই বেমানান। তা ছাড়া এ জেলায় শিল্প কারখানা নাই বললেই চলে। তাই স্বাভাবিকভাবেই তুলনামূলক এ জেলার মানুষেরা নিন্ম আয়ের হত দরিদ্র মানুষ। যান জট মুক্ত শহরের রাস্তার উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন শহর হয়ে উঠুক নেত্রকোণা বিশ্ববাসীর দরবারে এ নেত্রবাসীর মনোবাঞ্চনা।

Loading