বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ , অক্টোবর ৬, ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

সহকারি পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।১২০টি স্বর্ণের বার জব্দের বিষয়ে বুধবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ।

 

Loading