ঢাকা সিটির সবুজায়নে ট্রি প্লান্টেশন ফর ফ্রাইডে প্রোগ্রাম বাস্তবায়ন করবে সবুজ আন্দোলন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৭, ২০২১

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আজ ১৭ আগস্ট কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে”ঢাকা সিটির সবুজায়ন নিশ্চিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-দপ্তর সম্পাদক ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক ছিলেন পরিচালক ও নারী পরিষদের আহ্বায়ক নিলুফার ইয়াসমিন রুপা। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা সিটির সবুজের নিশ্চিতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। ঢাকা সিটির পরিবেশ বিপর্যয় রোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় ট্রি প্লান্টেশন ফর ফ্রাইডে প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় চাইলে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক সমীরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান, আলমগীর হোসেন পলাশ প্রমূখ। সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা থানা কমিটি গঠন ও ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম পরিচালিত করার জন্য প্রস্তাবনা পেশ করেন।

Loading