বিরিশিরিতে কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৫তম প্রয়াণ দিবস উদযাপিত

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ , আগস্ট ২৮, ২০২১

নেত্রকোনার বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে
২৭ আগস্ট (শুক্রবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নৃত্য শিক্ষক মালা মার্থার সঞ্চালনায় একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী লেখক ও গবেষক প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক, কবি আবদুল্লাহ হক, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, কবি আবুল কালাম আজাদ, কবি শফিকুল আলম স্বপন প্রমুখ।

একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, কবি নজরুল আজীবন সংগ্রাম করেছেন শোষিত বঞ্চিত মানুষের পক্ষে। তাঁর গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তাঁর বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়।

প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা আমাদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। জাতিতে জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরী করে।

Loading