বিকল্প পরিবহনে ঢাকায় ফিরছে শ্রমজীবীরা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা লকডাউনে সিরাজগঞ্জে অনেকটাই অনীহা দেখা যাচ্ছে জনসাধারণের মাঝে। গার্মেন্টস-কলকারখানা খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ থাকায় লকডাউন উপেক্ষা করে বিকল্প পরিবহনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ।

রোববার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে উঠে ঢাকায় ফিরছে শ্রমজীবীরা। মহাসড়কটিতে চলাচল করছে কিছু যাত্রীবাহী বাসও।

ঢাকাগামী রবিউল ইসলাম জানান, কলকারখানা খুলে দেয়া হয়েছে অথচ বাস বন্ধ। কর্মের তাগিদে বৃষ্টিতে ভিজেই ট্রাকে উঠে ঢাকা যেতে হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানিয়েছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে ঢাকামুখী মানুষের ভিড় রয়েছে। লকডাউন অমান্য করে কিছু যাত্রীবাহী বাস চলাচলের চেষ্টা করছে। বাস চলাচল থামাতে মহাসড়কে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।## আরটিভি

Loading