চট্টগ্রামে ৯৩ শতাংশ রোগী ডেলটায় সংক্রমিত

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , আগস্ট ৬, ২০২১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৯৩ শতাংশ ডেলটা ধরন পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের তত্ত্বাবধানে গবেষণাটি হয়।

গবেষণাটিতে গত ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে চট্টগ্রামে করোনায় সংক্রমিত ৩০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তাদের বয়স ২১ থেকে ৭৪ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন পুরুষ, ১৮ জন নারী। রোগীদের মধ্যে অর্ধেক গ্রামের, বাকি অর্ধেক শহরের বাসিন্দা।

গবেষক ও চিকিৎসকেরা বলছেন, করোনার ডেলটা ধরনের সংক্রমণে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটছে। পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। মানুষের মধ্যে করোনার স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সংক্রমণ বিস্তারে ভূমিকা রাখছে।

গবেষণায় মুখ্য গবেষক ছিলেন অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস। এ ছাড়া গবেষণায় আরও যুক্ত ছিলেন-অধ্যাপক শারমিন চৌধুরী, চিকিৎসক ইফতখোর আহমেদ, ত্রিদিব দাশ, প্রনেশ দত্ত, মো. সিরাজুল ইসলাম ও তানভীর আহমদ নিজামী।

গৌতম বুদ্ধ দাশ গণমাধ্যমকে জানান, ৩০টি নমুনার মধ্যে ২৮টি ডেলটা ধরন হিসেবে শনাক্ত হয়, যা মোট নমুনার ৯৩ শতাংশ। আর বাকি দুটি নমুনার মধ্যে একটি আলফা (যুক্তরাজ্য) ধরন এবং অপরটি চীনের উহানে শনাক্ত ধরন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ আগস্ট) এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশই বর্তমানে ডেলটা ধরন দ্বারা সংক্রমিত।

Loading