ডিজিটাল মাইর, প্রতারিত সাধারণ মানুষ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , আগস্ট ৬, ২০২১

২২শে জুলাই (বুধবার)ঈদের পর দিন বিকাল বেলা fb তে ঢুকতেই পেলাম একটা friend request তাও আবার বিদেশিনী। অতি আগ্রহে confirmation এ touch করতেই Lori Robinson এর Chatting এ Hellow উত্তরে আমি Hi বললাম। Hellow শব্দের শুরুতেই আমার সন্দেহ শুরু। তারপর মনে হল আমার বন্ধু শামীমের সাথে এমন টি হয়েছিল। ঠিক একই রকম পরিচয় আফগানিস্থানের শান্তি মিশনের মিলিটারী। শুধু দুজনের expression টা ভিন্ন। কি আর করা মহিলার মিঠা মিঠা কথা বলে কথা। অবশেষে whats app খোলার অনুরোধ। তার পর Secret কথার দাওয়াত। আমি আর নিজকে সংবরণ করতে না পেরে whats app এ যোগদান করলাম। ক্রমান্বয়ে অভিব্যক্তি,রুচিবোধ, শখ ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি প্রকাশ করে আমার সম্পর্কে জানতে চাইল। দ্বিতীয়বার সন্দেহের দ্যোতনা হল কোন ভণিতা ছাড়াই সরাসরি প্রেমের প্রস্তাব বিবাহিত বলা সত্বেও। আমি কিছুটা বিচলিত হলেও সামলিয়ে পূর্বের এমন আরেকটি ঘটনার কথা ভাবলাম। Fake আইডির মাধ্যমে পুরুষ মেয়ে সেজে অথবা মেয়ে পুরুষ সেজে প্রথমে ভালবাসার ফাঁদ তারপর লোভনীয় বস্তুর মাধ্যমে কুপোকাত। এখানে বলা আবশ্যক ইতোমধ্যে চেটিং এর মাধ্যমে অর্থ ও মনের অবস্থা জেনে সেমতে তার হৃদয়ে আঘাত করে থাকে প্রতারক। এ ক্ষেত্রে victim বুঝতেই পারে না যে প্রতারক তাকে কল্পনার মিষ্টি রসে ভিজাচ্ছে। প্রতারক ভালবাসার তপ্ত হৃদয়ে লোভের বীজ কার্যকরী শতভাগ। এমনিভাবে কত মানুষই না মিস্রির ছুরাঘাতে বলীর পাঠা হচ্ছে। বাঙালি আবেগ প্রবণ জাতি, লোভী ও বটে। প্রতারক চক্র এমন গোলক ধাঁধাঁর সৃষ্টি করে যাতে করে সে চক্করে সে নিজেও ঘোরতে থাকে। আর এদের বেশির ভাগ মানুষ গুলোর বয়স চল্লিশ ঊর্ধ্ব। কারণ প্রতারকরা জানে এ বয়সের লোকদের জমানো টাকা থকে ভবিষ্যৎ পরকল্লনার জন্য। আর এটাই হলো ঝোঁক বুঝে কুপ মারার সময়।
Facebook তথা messenger, what’s up, immu ইত্যাদি apps এর মাধ্যমে ঘটে যাচ্ছে নীরব অপরাধ। অদৃশ্য জগতেই থেকে যাচ্ছে মজলুমের প্রাণের আকুতি গুলো। অশ্লিল ভিডিও ও ছবি, অযথা আপলোড, শিশু কিশোদের অনৈতিক ও কুশিক্ষায় সজ্জিত হয়েছে আজকের মিডিয়া। অশিক্ষিত, অল্প শিক্ষিত লোকদের ভুল বানানের দৌরাত্ব রাজ আগামী প্রজন্মের সঠিক বাংলা উচ্চারণ ও বানান থেকে সরে যাওয়ার আশংকা রয়েছে। একটি নির্দিষ্ট বয়সের ফ্রেমে এনে কিশোর ও কিশোরীদেরকে দূরে রাখার আবশ্যক বলে ভুক্তভোগীরা মনে করেন। পাশাপাশি ডিজিটাল আইনের কাঙ্ক্ষিত প্রয়োগ আলোচ্য বিষয়ের স্থায়ী সমাধানের কার্যকরী ফল বয়ে আনতে পারে বলে জনমতের প্রকাশ।

Loading