স্বাস্থ্যবিধি মেনে চলা পথচারীদের ফুল ও চকোলেট দিয়ে সাধুবাদ জানালো “শুভজন”

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ , আগস্ট ৩, ২০২১

‘মানবিক মানুষ চাই’ এই শুভ প্রত্যয়কে বুকে ধারণ করে শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন এর উদ্যোগে রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, সমাজসেবক, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় এবং অংশগ্রহণে মুন্সিগঞ্জের গজারিয়ায় অতিমারি কোভিড ১৯ থেকে সুরক্ষাকল্পে সর্বসাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মেডিক্যাল মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আইন মান্যকারী পথচারীদের ফুল ও চকোলেট দিয়ে সাধুবাদ জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক পালনে গতকাল ০২ আগস্ট সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। শুভজন’র প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এর পরিচালনায় কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভুঁইয়া, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রধান, গজারিয়া উপজেলা শহিদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন ঠাকুর, সাধারণ সম্পাদক শাহ জালাল বেপারী, গজারিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মোঃ ফেরদাউস, শুভজন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ-সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, শুভজন সদস্য এবং শিক্ষক হাবিবুর রহমান, আসমা আক্তার, এবং সুমন মাষ্টার প্রমূখ।

Loading