করোনায় চট্টগ্রামে আরও ১১ জনের প্রাণহানি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , আগস্ট ২, ২০২১ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি।নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকার ও ২৯৩ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ ও ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: