নেত্রকোণায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ কেন্দ্রে মতবিনিময় সভা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২১

নেত্রকোণা জেলায় আটপাড়া উপজেলায় ২ প্রকল্পের আশ্রয়ণ কেন্দ্রে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আটপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সোনাজুর মৌজায় অবস্থিত নেত্রকোণার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আশ্রয়ণ ২ প্রকল্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আটপাড়া উপজেলা আশ্রয়ণ প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যথাক্রমে ৯৮ টি এবং ৫০ টি ঘর নির্মাণ করা হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান প্রমুখ। মতবিনিময় সভার উপস্থাপনা করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।

সবশেষে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

 

 

Loading