চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মী আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২১ চট্টগ্রামের চান্দগাঁও থানার অদুরপাড়ায় একটি বাসায় গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৬ জুলাই) রাতে তাদের আটক করার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।জানা যায়, চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা উত্তর শাখার জামায়াতের আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দারসহ ১৯ জনকে আটক করে পুলিশচট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী এই সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৬ জুলাই) রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকা এক বাসায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১৯ জন নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তিনি আরও জানান, আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শেয়ার চট্টগ্রামবিষয়: