নেত্রকোণায় পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক 

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , জুলাই ১৫, ২০২১

কোভিড-১৯  সুরক্ষা ও আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নেত্রকোণায় ১০০০ (একহাজার) জন পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তোলে দেওয়া হয়।

১৫ জুলাই  সকাল ১০.৩০ ঘটিকায় শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেটে-খাওয়া মানুষকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান খেটে-খাওয়া পরিবহন শ্রমিকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। চলমান বিধি-নিষেধ প্রতিপালন এবং আসন্ন ঈদুল আজহার দরুন খাদ্য সহয়তা পেয়ে খেটে-খাওয়া পরিবহন শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল,  নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

 

Loading