সিটি গেইটে চট্রগ্রাম মেট্রপলিটন পুলিশ ও সেনাবাহিনীর চেকপোষ্ট

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , জুলাই ৩, ২০২১

চট্রগ্রাম মহানগরীর প্রবেশ দ্বার খ্যাত সিটি গেইটে চলছে চট্রগ্রাম মেট্রপলিটন পুলিশ ও সেনাবাহিনীর চেকপোষ্ট। করোনা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের যে কঠিন লক ডাউন চলছে তা সফলভাবে প্রতিপালনের লক্ষ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে শহরের প্রবেশ মুখ গুলোতে বসানো হয়েছে এই চেকপোষ্ট গুলো। এ ছাড়াও শহরের অভ্যন্তরেও আছে আর ১৬ টি চেকপোষ্ট। সরেজমিনে গুড়ে দেখা যায় সবগুলো চেক পোষ্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতার সহিত গাড়ী,তল্লাসী, আরোহী ও পথচারীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন।

আজ সকাল ১১ টায় সিটিগেট চেকপোষ্টে কথা হয় অতিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথের সাথে। তিনি চেক পোষ্ট তদারকী, গাড়ী, পথচারী ও আরোহীদের সাথে কথা বলেন ও পুলিশ সদস্যদের দায়িত্বশীল আচরণ ও মানবিকতার সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
সরকারী আদেশ পতিপালন করতে গিয়ে কার প্রতি ঢ়ূড় আচরণ যেন না করা হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে অনুরোধ করেন।
একই সাথে তিনি যাদের মাস্ক নাই তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এই সময় এসি (ট্রাফিক) জনাব মমতাজ উদ্দীন, এসি পশ্চিম জনাব মুকুর চাকমা, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব জহির উদ্দীন, টি আই আকবরশাহ জনাব এস,এম, শওকত হোসেন, পি আই আকবর শাহ জনাব অনীল চাকমা ও ও সি তদন্ত আকবরশাহ থানা জনাব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Loading