শর্ত মেনে চালু থাকবে শিল্প কারখানা

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ , জুন ৩০, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে। সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে বুধবার (৩০ জুন) সকালে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কারখানা।সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

Loading