সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , জুন ২৯, ২০২১

সুনামগঞ্জে ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে, জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারতাল হাওরের (শয়তানকালী) বাঁধ কেটে মাছ ধরার এ অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ বিষয়ে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গাগলাজোর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. সাস্তু মিয়া (৪৩) হাওরে মাছ শিকারের জন্য চন্দ্র সোনারতাল বাঁধের একাধিক স্থান কেটে ফেলেছেন। এর ভিডিও ও স্থিরচিত্র অভিযোগকারীদের কাছে রয়েছে।

এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করেছেন গাগলাজোর ইউনিয়নের বাসিন্দা কাজী নুরুল হুদা, গোলাপ মিয়া ও আব্দুল কাদীর।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। ইতোমধ্যে অভিযোগপত্র মৎস্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Loading